AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২১ এএম, ৬ অক্টোবর, ২০২৫

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৫

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুল ভবন ধসে পড়ায় অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। রোববার দুপুরে সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির উদ্ধার সংস্থা বাসারনাস (ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) এক বিবৃতিতে জানিয়েছে।

সংস্থাটির অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে জীবিত পাওয়া গেছে। এখনও অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ব্রামান্তিও আরও জানান, ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে। তবে স্কুল ভবনের পাশের আরেকটি ভবনও ধসে পড়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। অনেক নিখোঁজ ব্যক্তি ওই সংলগ্ন ভবনে আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি)–এর ডিজাস্টার ডেটা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, উদ্ধার হওয়া আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, আর ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সময় ভবনটিতে কয়েক শতাধিক কিশোর শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে। স্কুলটি একটি জুনিয়র স্তরের ইসলামিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ধ্বংসস্তূপে আরও প্রাণহানির আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!