রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যাত্রীদের নামিয়ে দেওয়ার পর এ হামলা চালানো হয়।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। কাফরুল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের কাছে বাসটি থামিয়ে তিন ব্যক্তি হামলা চালায়। এর মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। পরে নিচে থাকা আরেকজন জানালায় গুলি ছুড়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, এটি আলিফ পরিবহনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাসে হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
একুশে সংবাদ/এ.জে