রাজধানীতে টানা রাতভর বৃষ্টিতে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোর থেকে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী ও পথচারীরা। সোমবার দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত ছিল।
সকালে সরেজমিনে দেখা যায়, নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলসহ বেশ কিছু এলাকায় পানি জমে গেছে। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানজট তৈরি হয়। কোথাও কোথাও পানিতে আটকে পড়ে অটোরিকশা ও ছোট যানবাহন বিকল হয়ে পড়ে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) আগেই সতর্ক করেছিল, দেশের ওপর দিয়ে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় বয়ে যেতে পারে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় এই ‘প্রবাহ’ প্রভাব ফেলতে পারে।
বিডব্লিউওটি জানায়, এটি চলতি বছরের ১৩তম পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। যদিও এটি একযোগে সারা দেশে সক্রিয় থাকবে না, তবে কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে।
একুশে সংবাদ/এ.জে