AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা



মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

শনিবার (১৮ অক্টোবর) এ সভার আয়োজন করা হয়। "ছাত্র-ছাত্রী", শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ইউজিসি চেয়ারম্যান এর মতবিনিময়ের লক্ষে এ এ  আয়োজন করা হয়। কিন্তু নামে মতবিনিময় হলেও তাতে কোনো শিক্ষার্থী,শিক্ষক কিংবা কর্মকর্তা-কর্মচারী কেউই তাদের কোনো মত প্রকাশ করতে পারেনি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বি প্রিতম উপহাসের স্বরে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন বোধহয় ইউজিসি চেয়ারম্যানের জন্য  কুয়াকাটার লঞ্চ এর টিকেট কেটে রেখেছিলেন, নাহয় আমরা অবশ্যই মত প্রকাশ করতে পারতাম।"  ৮ম সেমিস্টারের অপর এক শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, "এরকম একপাক্ষিক মতবিনিময় সভা আমি আমার জীবনে দেখিনি। আমাদের ক্যাম্পাসে এত এত সমস্যা, যা কিনা সমাধান এখনো আমরা পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুষ্ঠানের নাম মতবিনিময় সভা না দিয়ে আলোচনা সভা দিলেও পারতো। হয়তোবা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম আড়াল করতেই শিক্ষার্থীদের মত প্রকাশ করতে দেওয়া হয়নি।"

এদিকে মতবিনিময় সভা বিকাল ৩ টায় শুরু হবার কথা থাকলেও তা বিকাল ৪ টার দিকে শুরু হয়। মতবিনিময় সভায় সবার আগে ছাত্র-ছাত্রীদের নাম থাকলেও সেখানে শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। উপস্থিতদের মধ্যে বেশি সংখ্যক উপস্থিতি ছিলো শিক্ষকদের৷ 

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকগণ ইউজিসি চেয়ারম্যান এর সাথে কিছু কথা ও প্রশ্ন করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নানা অজুহাত দেখিয়ে তাদের মতবিনিময়ে বাধা প্রদান করেন এবং অন্যান্য শিক্ষকগণ ও একপ্রকার জোরজবরদস্তিমূলকভাবে তাদের উপস্থিতিতে প্রশ্ন করার দাবী জানান। পরিস্থিতি সাপেক্ষে সাংবাদিকেরা অল্পকিছু প্রশ্ন করে স্থান ত্যাগ করেন। 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!