বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য শাকপুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত মহা সমাবেশ শনিবার (১৮ অক্টোবর) বিকালে শাকপুরা চৌমুহনী বাজারে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবদুল আওয়াল মঞ্জু। যৌথ পরিচালনায় ছিলেন বোয়ালখালী উপজেলা যুবদলের আহবায়ক এস এম রবিউল হাসান ইকবাল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাফর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লা চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমুদুর রহমান আইয়ুব, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎসজীবী দলের সদস্য সচিব মোঃ জাহেদ, উপজেলা বিএনপির অন্যান্য নেতা ও নেতা-কর্মীরা।
এ ছাড়াও সমাবেশে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, শিল্প ও কর্ম বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রদলের বিভিন্ন নেতা, ইউনিয়ন ও উপজেলা শ্রমিক দলের নেতা-কর্মী এবং সাধারণ বিএনপি সমর্থকরা সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সচেতন করার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং স্থানীয় ও জাতীয় স্তরে দলীয় সমন্বয় জোরদারের আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে