AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ



চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিজিবি‍‍`র মাল্টিপারপাস সেড সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান এই তথ্য জানান।

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, সম্প্রতি শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় কিছু অসাধু চক্র বালু উত্তোলন ও চোরাচালানের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করে আসছে। এসব অনিয়ম ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবি ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির মূল দায়িত্ব চোরাচালান প্রতিরোধ হলেও স্থানীয় জনগণের দাবি এবং প্রশাসনের নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন বন্ধেও বিজিবি বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত অঞ্চলে বিজিবির টহল দল একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে সীমান্ত এলাকার নদী ও কৃষিজমির ক্ষতি হচ্ছে, যা স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে ভূমিক্ষয় ও বন্যার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।”

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিজিবি ২৭.৯০ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে। এছাড়া চলমান অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন চোরাচালানপথ বন্ধ করা হয়েছে।

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং জনগণের সম্পদ রক্ষা করা। আমরা চাই স্থানীয় জনগণও এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সহযোগিতা করুক।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে করণীয় ঠিক করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!