জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে ১০ মিনিটে আন্দোলন বলে কটাক্ষ করলো শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম।
গতকাল (২২ সেপ্টেম্বর)নিরাপদ পানি পান প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল এ মন্তব্য করেন।বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেন।
তার এই বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, এটি একটি সচেতন অপচেষ্টা, যার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আমরা ক্যাম্পাসে উন্নয়ন, হল, বৃত্তিসহ কিছু মৌলিক দাবিতে আন্দোলন করছি। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। শিবির নেতার এধরনের মন্তব্য হতাশাজনক এবং শিক্ষার্থীদের জন্য অপমানজনক।”
প্রসঙ্গত, চলতি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণ, সম্পূরক বৃত্তি প্রদান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে একাধিক ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

