জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিউম্যান রাইটস সোসাইটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
রবিবার (১৭ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিতে গিয়ে প্রশাসনিক জটিলতা ও অসহযোগিতার মুখে পড়েছেন বলে জানা গেছে। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি মনে করে, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের ব্যক্তিগত অধিকার এবং বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত। সকল ধর্মের অনুসারীরাই যেন শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুযোগ পান। এটি বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্য, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য আয়োজনের মতো ধর্মীয় অনুষ্ঠানেও শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা পাওয়া তাদের মৌলিক অধিকার। উল্লেখযোগ্য যে, প্রতিষ্ঠার দুই দশক পার হলেও বিশ্ববিদ্যালয়ে এখনো সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য কোনো উপাসনালয় নির্মিত হয়নি, যা দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি।
সংগঠনটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলে, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করে ধর্মীয় ও সাংস্কৃতিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল ধর্মের শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের পরিবেশ বজায় রাখারও আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে