জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন, ডকুমেন্টারি প্রদর্শন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১১-১৩ সেপ্টেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জে করা ফিল্ডওয়ার্কের অভিজ্ঞতার ভিত্তিতে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাবিবা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ডওয়ার্কের আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহারীন তানজুমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পোস্টার প্রেজেন্টেশন ও ডকুমেন্টারি প্রদর্শন শেষে মোট ৬৩ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করেন।
একুশে সংবাদ/এ.জে