সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী নূর নবী (৩০) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১ এর অপস অফিসার গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল আটি হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতার নূর নবী ওই এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর নেতৃত্বাধীন চক্রের হয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় সক্রিয় ছিলেন। নূর নবী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন বলে র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, গত সপ্তাহে র্যাব-১১ এর অভিযানে সুনামগঞ্জ থেকে সাহেব আলীকে গ্রেফতার করা হয়। সে সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান নূর নবী। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব।
নূর নবীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে চাঁদাবাজি, নাশকতা, সরকারি কাজে বাধা প্রদান এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।
একুশে সংবাদ/এ.জে