লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে ১৮ অক্টোবর (শনিবার) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চর মেঘা এলাকা ও অন্যান্য স্থানের বিভিন্ন স্থান থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল এবং ২ মণ মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মেঘনা নদীতে অভিযানে মোট ৪০ লাখ টাকার কারেন্ট জাল এবং প্রায় ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে এক জেলেকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে জেলা মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে