AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে ঊষার নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০১:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইবিতে ঊষার নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ কেন্দ্রিক পাবলিকিয়ান সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র (ঊষা) নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসির ১১৬ নং কক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ঊষা ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট। এসময় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের পুনর্মিলনীরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম ও ঊষার স্থায়ী উপদেষ্টা অমলেন্দু পাল সাধন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল ইসলাম ফিরোজ।

ঊষা’র ইবি শাখার সভাপতি গাজী মেজবাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যোবায়ের আল মাহমুদ। বক্তব্যে প্রদাণে কেন্দ্রীয় উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম ফিরোজ উপাচার্যের কাছে ক্যাম্পাস থেকে কালিগঞ্জ পর্যন্ত বাস চালুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ঝিনাইদহের কালিগঞ্জ পর্যন্ত ক্যাম্পাসের বাস চালু করার আশ্বাস দেন। এছাড়া উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ছাত্র-উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও কালিগঞ্জ পর্যন্ত বাস পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দেন।

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ সংগঠন ‘ঊষা’। প্রতিবছরই ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা থেকে তিন শতাধিক শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এছাড়া দেড় শতাধিক শিক্ষার্থী কালিগঞ্জ থেকেই ক্যাম্পাসে নিয়মিত যাতায়াত করেন বলে জানা যায়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!