AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে পরীক্ষার খাতা কেড়ে নিলেন স্থানীয়রা, জনগণের তোপে নিয়োগ পরীক্ষা স্থগিত



রায়গঞ্জে পরীক্ষার খাতা কেড়ে নিলেন স্থানীয়রা, জনগণের তোপে নিয়োগ পরীক্ষা স্থগিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষার খাতা স্থানীয়দের হাতে চলে যায়। এতে জনগণের তোপের মুখে ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।

জানানো যায়, উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুপার ও ইবতেদায়ী প্রধান পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুপার পদে ৮ জন এবং ইবতেদায়ী প্রধান পদে ৪ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয়রা সরাসরি ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমের কাছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ লিখিতভাবে দেন। পরবর্তীতে তারা পরীক্ষা হলে ঢুকে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন। স্থানীয়দের অভিযোগ ও তোপের মুখে ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম পরীক্ষা স্থগিত করেন।

ধুবিল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন জানান, এই নিয়োগ প্রক্রিয়াটি অনিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছিল। জানা যায়, দুইটি পদে প্রায় ২৫ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে পিলু বলেন, “প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছিল। তবে স্থানীয় জনসাধারণের তোপের কারণে ডিজি প্রতিনিধি পরীক্ষা স্থগিত করেছেন।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, নিয়োগ পরীক্ষা নিয়ম অনুযায়ী শুরু হয়। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর ডিজি প্রতিনিধি পরীক্ষা স্থগিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “নিয়োগ পরীক্ষা বিষয়ে আমি আগে অবগত ছিলাম না। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিত করা হয়।”

ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম জানান, “পরীক্ষায় আগে থেকে অনিয়মের অভিযোগ ছিল না। পরীক্ষা চলাকালীন সময়ে লিখিত অভিযোগ পাওয়ার পরই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!