AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় মাভাবিপ্রবির ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থী


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
১২:২৬ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় মাভাবিপ্রবির ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর তিন শিক্ষক ও দুই শিক্ষার্থী বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকা আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টারের (মেট্রিকস) গবেষক জন পি. এ. ইয়োনিডিসের গবেষণা প্রকাশনার ওপর ভিত্তি করে এলসিভিয়ার জার্নালে প্রকাশ করা হয়েছে।

তালিকায় গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে সেরাদের নাম নির্বাচিত করা হয়। প্রতিবেদনে বিজ্ঞানীদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়েছে। এক ধাপ হলো পুরো পেশাগত জীবনের ওপর (ক্যারিয়ার লং), আরেকটি হলো শুধুমাত্র এক বছরের গবেষণা কর্মের ওপর (সিঙ্গেল ইয়ার)।

পুরো পেশাগত জীবনের ওপর মূল্যায়নে (ক্যারিয়ার লং) তালিকায় স্থান পেয়েছেন দুই শিক্ষক—ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক কাউছার আহমেদ এবং সহকারী অধ্যাপক (শিক্ষা ছুটি) বিকাশ কুমার পাল।

বিগত এক বছরের গবেষণা কর্মের ওপর মূল্যায়নে (সিঙ্গেল ইয়ার) তালিকায় স্থান পেয়েছেন এছাড়া তিনজন—ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক আলী নেওয়াজ বাহার, আইসিটি বিভাগের শিক্ষার্থী শুভ সেন এবং বিএমবি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী।

মাভাবিপ্রবি গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, “আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের এই সাফল্য মাভাবিপ্রবির জন্য এক অনন্য গর্বের অর্জন। এটি প্রমাণ করে, আমাদের গবেষণা কার্যক্রম এখন আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়া আমাদের ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, আগামী দিনে আরও বেশি শিক্ষক ও শিক্ষার্থী এই তালিকায় স্থান করবে।”

গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে এই তালিকাটি প্রস্তুত করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!