AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি শিক্ষার্থী আমিনুরের আবিষ্কৃত সূত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০২:৩২ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জবি শিক্ষার্থী আমিনুরের আবিষ্কৃত সূত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান নূর একটি নতুন গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যা জটিল পাওয়ার-সাম নির্ণয়কে সহজতর করেছে। এই সূত্র গত ১০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo-তে প্রকাশিত হয়েছে।

আমিনুরের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাওয়ালভাংগী গ্রামে। তিনি আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সম্পন্ন করে ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন। বর্তমানে তিনি Our Math School অনলাইন প্ল্যাটফর্মে GRE Math পড়ান।

আমিনুর জানান, দীর্ঘ গবেষণার পর এই সূত্র আবিষ্কার করেছেন। তিনি বলেন, “২০০৯ সাল থেকে এই সূত্র নিয়ে কাজ শুরু করি। বহুবার ব্যর্থতার পর অবশেষে ২০২৫ সালে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ করতে সক্ষম হই।”

শৈশব থেকেই গবেষণার প্রতি তার আগ্রহ ছিল। নবম শ্রেণিতে প্রথম সূত্র আবিষ্কার, কলেজে একটি নতুন থিওরি, বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারভাল টেবিল মেথড’ তৈরি – এভাবেই তার গবেষণা এগিয়েছে। তবে অর্থনৈতিক ও পারিবারিক সমস্যার কারণে মাঝে মধ্যে বাধাগ্রস্ত হয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করে সংসার চালাতেন। করোনার সময়ে অনলাইনে পড়ানো শুরু করেন এবং ‘Our Math School’ ইউটিউব চ্যানেল চালু করেন। ২০২১ সালে ৬০০ পৃষ্ঠার ‘Geometry for Competitive Exam’ বই প্রকাশ করেন। ২০২৪ সালে দেশের বৃহত্তম GRE Math অনলাইন কোর্স তৈরি করেন, যাতে রয়েছে ২৮১টি ভিডিও ও ৫০টির বেশি টেস্ট, যা তৈরি করতে প্রায় ৩ লাখ টাকা ধার করতে হয়।

২০২৫ সালে প্রকাশিত তার গবেষণায় ‘ইন্টারভাল টেবিল মেথড’ ব্যবহার করে পাওয়ার-সাম নির্ণয়ের সহজ পদ্ধতি উপস্থাপন করেছেন, যা Bernoulli বা Stirling সংখ্যা ছাড়াই করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, এটি কম্পিউটেশনাল ম্যাথমেটিক্সে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং শিক্ষার্থীদের জন্য পাওয়ার-সাম বোঝা সহজ করবে।

আমিনুর আরও দুটি গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার লক্ষ্য রাখেন। তিনি বলেন, “এই সূত্র প্রকাশ আমার গবেষণার প্রথম সাফল্য। আশা করি, একদিন বাংলাদেশ আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!