AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৩:৩৬ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

শনিবার দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। র‌্যালিতে পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর ব্যবসায় প্রশাসন ভবন এলাকায় বৃক্ষরোপন করেন তারা। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিভাগটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই সাবজেক্ট বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এবছরের ট্যুরিজম দিবসের থিমও অনেক গুরুত্বপূর্ণ। দেশে-বিদেশে ট্যুরিজমের উপর কাজ করার পরিধিও বৃদ্ধি পেয়েছে। একসময় ট্যুরিজম সেক্টর অনেক পিছিয়ে থাকায় প্রশিক্ষিত জনশক্তি ছিল না। এই বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম খাতকে অনেকদূর এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা রাখি।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ খ্রিষ্টাব্দ থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!