AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ


Ekushey Sangbad
সিকৃবি প্রতিনিধি
০৬:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের (লেভেল-৪, সেমিস্টার-১) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করেছে।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবনের ৫ম তলার সভা কক্ষে সার্জিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার মো. মিজানুর রহমান।

সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে ৯২ জন শিক্ষার্থীর মাঝে কিট বক্স বিতরণ করা হয়।

প্রধান অতিথি সিকৃবি উপাচার্য ড. আলিনুল ইসলাম বলেন, “বর্তমানে ভেটেরিনারিয়ানদের জন্য বিদেশে পড়াশুনা এবং দেশে সরকারী, আধা-সরকারী ও প্রাইভেট চাকরির অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। তাই হতাশ হওয়ার কিছু নেই। আজকের বিতরণকৃত কিট বক্সের যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের সার্জারিতে দক্ষ করে তুলবে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হয়ে আগামী দিনে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সকলকে উৎসাহিত করি।” বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, প্রতিবছর সিকৃবি ভেটেরিনারি অনুষদের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে কিট বক্স বিতরণ করা হয়, যাতে রোগনির্ণয় এবং শল্যচিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা যায়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!