মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল।
দলের স্কোর যখন মাত্র ৮, তখনই পরপর দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ওপেনিংয়ে ফেরানো সৌম্য সরকার ও সাইফ হাসান কেউই টিকতে পারেননি।
দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউ হন সাইফ হাসান। রিভিউ না নিয়েই ৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপরের ওভারে জাইডেন সিলসের বল কভার পয়েন্টে তুলে দেন সৌম্য, ক্যাচটি অনায়াসে তালুবন্দি করেন রস্টন চেজ। সৌম্যের সংগ্রহ ৪ রান।
ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠতে মিরপুরের ধীরগতির পিচে ‘কালো মাটি’র কৌশল নিয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই পিচেই প্রথম দিকে সুবিধা নিচ্ছে ক্যারিবীয় পেসাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান, দুই উইকেট হারিয়ে। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ১৯ রানে এবং তাওহিদ হৃদয় ২৭ রানে।
একুশে সংবাদ/এ.জে