আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক সিরিজ শেষ করে নতুন সূচনার প্রত্যাশায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।
আফগানিস্তান সিরিজের ব্যর্থতার পর একাদশে এসেছে একাধিক পরিবর্তন। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন আজই অভিষেকের স্বাদ পেয়েছেন। তরুণ এই ব্যাটারকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন সাইফ হাসান। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
এদিকে দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। একাদশে নেই মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। তবে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ধারাবাহিকতা হারিয়েছে বাংলাদেশ। শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে টাইগারদের।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
একুশে সংবাদ/এ.জে