শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলের গোডাউনে অবৈধভাবে সরকারি চাল মজুত রাখার অভিযোগে অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসী মিলের গোডাউনে অবৈধভাবে সংরক্ষিত সরকারি চাল দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান ঘটনাস্থলে পৌঁছে ৩৮০ বস্তা চাল জব্দ করেন এবং মিলের গোডাউনটি সিলগালা করে দেন।
উদ্ধারকৃত চাল পরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবির এর জিম্মায় রাখা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান জানান, “খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত রাখার ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে