শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর দ্বিতীয় টি–টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৪৭ রান। দলের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ৩০, সেদিকুল্লাহ আতাল ২৩ এবং শেষ দিকে মোহাম্মদ নবী ঝড়ো ২০ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে বল হাতে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে এবং শরিফুল ইসলাম ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান (২), পারভেজ হোসেন ইমন (৭) ও সাইফ হাসান (১৮) দ্রুত ফেরত যান। তবে মাঝের ওভারে জাকের আলী (৩২) ও শামিম হোসেন (৩৩) গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ভিত্তি গড়ে দেন। এরপর শেষ দিকে নুরুল হাসান সোহান ৩১ বলে অপরাজিত ৩৪ এবং শরিফুল ইসলাম ৬ বলে অপরাজিত ১১ রান করে দলকে জয় এনে দেন।
বাংলাদেশ ১৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় (১৫০/৮)। ফলে ২ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
আফগানিস্তানের হয়ে আজমতুল্লাহ ওমরজাই সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া রশিদ খান ২টি, মুজিব উর রহমান ও নূর আহমদ ১টি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতায় পরিণত হলো।
একুশে সংবাদ/এ.জে