AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‍্যাব-১১ অভিযানে কার্তুজ ও আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার



র‍্যাব-১১ অভিযানে কার্তুজ ও আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর থানাধীন বাবুরাইলের মোবারকশাহ সড়কের একটি পরিত্যক্ত জায়গা থেকে র‍্যাব-১১ একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি বোমা উদ্ধার করেছে।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়, যা র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থলে রাতেই ঢাকা থেকে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট পাঠানো হয়।

র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযানটি পরিচালনা করি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশে খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান-শুটারগান, একটি কার্তুজ ও দুইটি বোমা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে বিষয়টি আমাদের র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তারা রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন। ভোর রাত আনুমানিক পৌনে চারটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গায় এসব বোমা নিষ্ক্রিয় করা হয়।

অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, তবে তদন্ত চলমান। অস্ত্র, গুলি ও বোমা কারা সেখানে রেখেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!