আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য তিন ম্যাচের ওয়ানডে স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্ব দেবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। পাশাপাশি এশিয়া কাপে নজরকাড়া পারফরম্যান্স করা সাইফ হাসান প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
দলে টিকে গেছেন নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এর মধ্যে মিরাজসহ চার ক্রিকেটার ৩ অক্টোবর রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন। ভিসা জটিলতা কেটে গেলে নাঈমও দলের সঙ্গে যোগ দেবেন। ভিসা সমস্যার কারণে টি-টোয়েন্টি দলের সৌম্য সরকারের যাত্রাও আটকে আছে।
স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার পারভেজ হোসেন ইমনের। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন নাঈম শেখ ও সাইফ হাসান। লিটন দাসকেও এই সিরিজে রাখা হয়নি। পেস আক্রমণে আছেন পাঁচ জন বোলার—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ৮, ১১ এবং ১৪ অক্টোবর।
এক নজরে বাংলাদেশ ওয়ানডে দল –
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।
একুশে সংবাদ/এ.জে