দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এর আগে সোমবার পর্যন্ত এই মানের ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়।
নতুন দরে ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।
তবে সোনার পাশাপাশি রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ফলে ২২ ক্যারেটের ভরি ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ২২৮ টাকা নির্ধারিত রয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে