AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৫২ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এর আগে সোমবার পর্যন্ত এই মানের ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়।

নতুন দরে ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

তবে সোনার পাশাপাশি রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ফলে ২২ ক্যারেটের ভরি ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ২২৮ টাকা নির্ধারিত রয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!