AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেরোবিতে হলের ডাইনিংয়ের খাবারে মিলল বড় আকৃতির পোকা


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৬:০৪ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

বেরোবিতে হলের ডাইনিংয়ের খাবারে মিলল বড় আকৃতির পোকা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে বড় আকৃতির পোকা পেয়েছেন এক আবাসিক শিক্ষার্থী।

রোববার (৩১ আগস্ট) দুপুরের খাবারের সময় এ ঘটনা ঘটে। খাবারে পোকা পাওয়া আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, “আমি খাবার নিয়ে যখন খেতে বসি, দেখি বড় একটা পোকা, দেখতে কেঁচোর মতো। এরপর আর খাইনি। এসব দেখার পর খেতে রুচি নেই। রুমমেট থেকে খাবার নিয়ে খেয়েছি।”

অভিযোগ করেছেন, গত এক মাস ধরে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়া পরিচালিত হওয়ায় হলের অব্যবস্থাপনা প্রকট। আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, “আজ দেখলাম ২–৩ ইঞ্চির মতো কেঁচো খাবারে। তবে এটি শুধু নয়, ডাইনিংয়ের খাবারের মান নিয়েও প্রায়শই অভিযোগ আসে। কিন্তু স্থায়ী কোনো সমাধান নেই। লাইভ স্ট্রিমিং কিংবা কলে কথা বলার সময়ও নেট বাফারিং সমস্যা হচ্ছে। হলের ছোট গেস্টরুম ঠিকঠাক করার দিকে কোনো নজর নেই। স্টুডেন্টদের রিডিং রুমে জায়গা সংকুলান, মাঝেমধ্যে জিনিসপত্র নষ্ট হচ্ছে—এগুলো নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। প্রভোস্টও নেই। আমরা কতদিন এভাবে সমস্যার মধ্যে চলব, তা বুঝতে পারছি না। ডাইনিংয়ের উন্নয়ন ও অন্যান্য সমস্যার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, “শাকে এত বড় পোকা পাওয়া অসম্ভব। শাক ধোয়া হয়, তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এটা কি পরিকল্পিত, তা দেখার বিষয়।”

হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে ফোন করলে তিনি ফোন রিসিভ করলেও কথা না বলে ফোন কেটে দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!