AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীর্ঘ ১৭ বছর পর মোহাম্মদীয়া মার্কেটের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৬:০৬ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর মোহাম্মদীয়া মার্কেটের নির্বাচন অনুষ্ঠিত

রাজধানীতে দীর্ঘ ১৭ বছর পর মিরপুর ১১ নম্বরে অবস্থিত মোহাম্মদীয়া মার্কেট ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় নেওয়া হয়েছে সকল ব্যবস্থা, জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। 

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে এই ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল তিনটায় শেষ হয়। 

নির্বাচনে সমিতির ১২টি পদের মধ্যে মাত্র একটি পদে ভোটের লড়াই হয়। সভাপতি পদে দুই প্রার্থী—মো. লেহাজ উদ্দিন বালা এবং মো. মঞ্জু খান—প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন চলাকালীন সময়ে বেশ কয়েকজন প্রার্থী একুশে সংবাদকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মার্কেটে নির্বাচন হওয়ায়, ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। তারা জানান, “আমরা চাই একটি সৎ ও যোগ্য নেতৃত্ব উঠে আসুক, যারা আগামী দিনে সমিতির উন্নয়নে সকলে মিলে কাজ করতে পারবে।”

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জানান, মিরপুরের আশেপাশের সব মার্কেট আধুনিক ভবনে রূপান্তর হলেও মোহাম্মদীয়া মার্কেট এখনো জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। ইতোমধ্যে মার্কেটকে দশতলা ভবনে রূপান্তরের অনুমোদন পাওয়া গেছে। তারা প্রতিশ্রুতি দেন, আগামী নেতৃত্ব মার্কেটকে আধুনিক দশতলা ভবনে রূপান্তর করবে এবং প্রতিটি ব্যবসায়ীর দোকানের জায়গা দলিল করে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবে।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা এই দুই প্রার্থী আমাদের আপনজন। দুই জনকেই তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই মোহাম্মদীয়া মার্কেট ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব মার্কেটের উন্নয়ন, আধুনিকায়ন ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার আব্দুল বারেক ও হাবিবুর রহমান জানান, সকাল থেকে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অভিযোগ পাওয়া যায়নি। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট দিতে পেরেছেন। 

এছাড়াও প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। 

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

Link copied!