AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৩ এএম, ২০ অক্টোবর, ২০২৫

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

ফুটবল বিশ্বের নতুন চমক মরক্কো। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। দলটির হয়ে জোড়া গোল করেন তরুণ ফরোয়ার্ড ইয়াসির জাবিরি।

সোমবার (২০ অক্টোবর) চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে অনুষ্ঠিত হয় ফাইনালটি। সপ্তম শিরোপা জয়ের আশায় মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি তারা; বরং সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মরক্কো।

ম্যাচের ১২ মিনিটে মরক্কোকে লিড এনে দেন জাবিরি। এরপর ২৯তম মিনিটে তার দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।

দ্বিতীয়ার্ধে মরিয়া আক্রমণে নামলেও জালে বল জড়াতে ব্যর্থ হয় আর্জেন্টাইনরা। শেষ পর্যন্ত ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে মরক্কো।

ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট পাঁচ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও ‘গোল্ডেন বুট’ না জিতলেও দুর্দান্ত পারফরম্যান্সে পান ‘সিলভার বল’ পুরস্কার। টুর্নামেন্টজুড়ে সেরা খেলোয়াড় হন মরক্কোর ওথমান মামা (‘গোল্ডেন বল’), আর ফাইনালের আগপর্যন্ত কোনো গোল না খাওয়া আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বি পান ‘গোল্ডেন গ্লাভস’।

উল্লেখ্য, ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপই একসময় বিশ্বের অনেক তারকার উত্থানের মঞ্চ ছিল—ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডদের মতো তারকারা এই আসর থেকেই বিশ্ব ফুটবলে নিজেদের পরিচিতি গড়ে তুলেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো মরক্কোর নতুন তারকা ইয়াসির জাবিরির নাম।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!