বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে অংশ নিতে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটি আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিসিবির ঘোষণায় জানানো হয়, আগের মতোই রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস তাদের পুরোনো নামেই অংশ নিচ্ছে। তবে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজির তালিকা:
রংপুর রাইডার্স
ঢাকা ক্যাপিটালস
সিলেট টাইটান্স
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পরিবর্তন হলেও দলের নাম পরিবর্তনের অনুমতি থাকবে না। তবে নতুন মালিকানায় দলগুলোর পারফরম্যান্সে পরিবর্তন আসবে বলে আশা করছে বিসিবি।
চলতি আসরেও তারকাখচিত দল এবং উত্তেজনাপূর্ণ ম্যাচে ভরপুর টুর্নামেন্ট উপভোগের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

