নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। হামজা চৌধুরীর দারুণ দুটি গোলেও জয়ের হাসি ফোটেনি স্বাগতিকদের মুখে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দু’দলই কিছুটা এলোমেলো ফুটবল খেলতে থাকে। চতুর্থ মিনিটেই কর্নার পায় বাংলাদেশ, তবে অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া সেটপিস কাজে লাগাতে পারেননি সতীর্থরা।
ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় সফরকারী নেপাল। আচমকা এক আক্রমণ থেকে কাট-ব্যাক পেয়ে নিচু শটে গোল করেন রোহিত চাঁদ। বিরতির আগে সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় বাংলাদেশ; ফাহিমের হেড সরাসরি চলে যায় নেপাল গোলরক্ষকের হাতে। প্রথমার্ধ শেষ হয় নেপালের ১-০ ব্যবধানের লিডে।
বিরতির পরই বদলে যায় চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৬ মিনিটে) দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দলকে সমতায় ফেরান হামজা চৌধুরী। এরপর ডি-বক্সে রাকিব হোসেনকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ, এবং সেখান থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন হামজা।
কিন্তু শেষ মুহূর্তে আবারও ধাক্কা খায় স্বাগতিকরা। কর্নার থেকে এক নিখুঁত হেডে গোল করে ম্যাচে সমতা ফেরায় নেপাল। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়েই শেষ হয় ম্যাচ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

