AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোহানের দ্রুততম সেঞ্চুরিতে ৫৪ বল হাতে রেখে জিতল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫০ পিএম, ১৫ নভেম্বর, ২০২৫

সোহানের দ্রুততম সেঞ্চুরিতে ৫৪ বল হাতে রেখে জিতল বাংলাদেশ

হংকং জাতীয় দলের বিপক্ষে রান তাড়ায় নেমেই তাণ্ডব চালান হাবিবুর রহমান সোহান। একসময় মনে হচ্ছিল স্বীকৃত টি–টোয়েন্টিতে ২৭ বলের দ্রুততম সেঞ্চুরির বৈশ্বিক রেকর্ডই ভেঙে দেবেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা হয়নি, তবু রেকর্ডবুকে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন এই ওপেনার। মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন সোহান। পরে অধিনায়ক আকবর আলীর ঝড়ো ব্যাটিংয়ে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার (১৫ নভেম্বর) দোহারের ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপপর্বে হংকংয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন সোহান। তার ৩৫ বলের সেঞ্চুরি ভেঙে দেয় পারভেজ হোসেন ইমনের ৪২ বলের আগের রেকর্ড।
টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে হংকং। বাবর হায়াত ৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৬৩ রান। অধিনায়ক ইয়াসিম মুর্তোজা ২২ বলে ৪০ এবং কিঞ্চিত শাহ শেষ দিকে ৪ বলে ২০ রানের ক্যামিও খেলেন।
রিপন মণ্ডল ও এসএম মেহেরব নেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী সোহান। মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি—স্বীকৃত টি–টোয়েন্টিতে কোনো বাংলাদেশির দ্রুততম ফিফটি। তার অর্ধশতকের সময় নন-স্ট্রাইকে থাকা জিশান আলমের রান ছিল মাত্র ১!

২৫ বলে ৮৮ রান পৌঁছানো সোহান ২৭ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি করেন। তবে জিশান (১৪ বলে ২০) ও জাওয়াদ আবরার (৪ বলে ২) ফিরে গেলে ইনিংসে খানিকটা গতি কমে আসে। শেষ পর্যন্ত ৩৫ বলে সেঞ্চুরি ছোঁয় সোহান। তার ইনিংসের শেষ ৫০ রান আসে মাত্র ২১ বলে।

সোহান অপরাজিত থাকেন ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় ঠিক ১০০ রানে।
অধিনায়ক আকবর আলীও খেলেন ১৩ বলে ৬ ছক্কায় ৪১ রানের বিস্ফোরক ইনিংস। কিঞ্চিত শাহের করা ১১তম ওভারের শেষ পাঁচ বলেই পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দল ৫৪ বল ও ৮ উইকেট হাতে রেখে ১৬৮ রানের লক্ষ্য পেরিয়ে যায়।

হংকংয়ের হয়ে এহসান খান ও আইজাজ খান একটি করে উইকেট নেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!