মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন কাঁচা-পাকা সড়ক দখল করে ধান ও খড় শুকাচ্ছেন স্থানীয় কৃষকরা। এতে সড়কে ছড়িয়ে পড়ছে খড় ও ধানের তুষ, যা যানবাহনচালকদের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।
শনিবার (১৫ নভেম্বর) সরেজমিনে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, আমন মৌসুমের ফসল মাড়াইয়ের ব্যস্ততায় সড়কের প্রায় প্রতিটি অংশে ধান ও খড় শুকানোর কাজ চলছে। এতে ট্রাক, মিনিবাস, মোটরসাইকেল, রিকশাভ্যান ও ইজিবাইক চালকদের বাড়তি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
একাধিক যানচালক জানান, সড়কে ধান শুকানোর প্রবণতা প্রতি বছরই বাড়ছে। খড়ের ওপর ব্রেক করলে চাকা পিছলে যায়, যা বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য বিপজ্জনক।

উপজেলার ঝিটকা শিকদারপাড়া এলাকার বাসিন্দা মোঃ আইয়ুব আলী বলেন, “রাস্তায় ধান শুকানোর কারণে প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। খড়ের ওপর ব্রেক করলেই চাকা পিছলে যাওয়ার ঝুঁকি থাকে।”
মোটরসাইকেল চালক নিরব খান বলেন, “প্রতিদিনই খড় মোটরসাইকেলের চেইন ও চাকার মাঝে পেঁচিয়ে পড়ে। এতে হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের হস্তক্ষেপ না হলে সমস্যা সমাধান সম্ভব নয়।”
অন্যদিকে, স্থানীয় কৃষকরা জানান, বাড়িতে ধান শুকানোর পর্যাপ্ত স্থান নেই। পাকা কোনো জায়গা পাওয়া যায় না। সড়কে রোদ ভালো পাওয়া যায় এবং দ্রুত শুকায়। তাছাড়া, গাড়ির চাপেও ধান মাড়াইয়ে সুবিধা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজিবুর রহমান বলেন, “সড়কে ধান-খড় শুকানোর বিষয়ে কৃষকদের নিয়মিত সচেতন করা হচ্ছে। তারপরও সমস্যা অব্যাহত থাকলে জনস্বার্থে অভিযান পরিচালনা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

