AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান



মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের কচুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফের বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. এ. মতীন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং নগদ অর্থসহ খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান মকে, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহিদুজ্জামান সালেক।

এছাড়া কসব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সরদার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, দুই বস্তা চাল, শাড়ি, লুঙ্গি ও অন্যান্য প্রয়োজনীয় বাজারসামগ্রী দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ভোরে কচুয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আব্দুল লতিফের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি সহায়তা হিসেবে দুই বান টিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করা হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!