এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দলীয় ব্যর্থতার দায় স্বীকার করে শিগগিরই সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।
লিটন লেখেন, “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা। দুর্ভাগ্যজনকভাবে তা সম্ভব হয়নি। বাংলাদেশের সব সমর্থকের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
চোটের কারণে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বে ছিলেন জাকের আলি। লিটন বলেন, “শেষ দুই ম্যাচে খেলতে না পারা ছিল হৃদয়বিদারক। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না। এই ব্যথা আমাকে দীর্ঘ সময় কষ্ট দেবে।”
তবে হতাশার মাঝেও আশাবাদী লিটন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনাদের উপচে পড়া ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে। বিশ্বের সেরা সমর্থক আমাদেরই। আশা করি, খুব দ্রুতই আপনাদের যা প্রাপ্য, তা উপহার দিতে পারব।”
একুশে সংবাদ/এ.জে