বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভার উত্তরপাড় মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রজনী। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাকির হোসেন, বানারীপাড়া থানার ওসি’র প্রতিনিধি এসআই ইসহাক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নান্নু মৃধা ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পলাশ।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সোহাগ প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) নদ-নদী ও মোহনায় মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রজনী বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একটি ইলিশ ১০ থেকে ২০ লাখ পর্যন্ত ডিম দেয়। তাই মা ইলিশ রক্ষা মানেই জাতীয় সম্পদ রক্ষা। এই ২২ দিনে সবাইকে সচেতন হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।”
একুশে সংবাদ/এ.জে