AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে আসছে


Ekushey Sangbad
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,(ঢাবি)
০৬:০৮ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে আসছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত দুই মাস এগিয়ে আয়োজন করা হচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের কারণে শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলতি বছরেই শেষ করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৭ অথবা ১২ অক্টোবর কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে। এতে করোনা সংক্রমণ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ সময়সূচি পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রাথমিক আলোচনায় বলা হয়েছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভর্তি পরীক্ষা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

গত বছর অনলাইন ভর্তি কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এবার তিনি দায়িত্ব ছাড়ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।

এক শিক্ষক জানিয়েছেন, ভর্তি পরীক্ষা চলতি বছর শেষ করার মূল কারণ নির্বাচন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে বিভিন্ন স্থানে জনসমাগম ও রাজনৈতিক সভা-সমাবেশ হবে। শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দে পরীক্ষা দিতে পারেন, সেই কারণে পরীক্ষার সময়সূচি আগেই ঠিক করা হচ্ছে।

গত বছরের ভর্তি পরীক্ষার সময়সূচি

অনলাইনে আবেদন: ৪–২৫ নভেম্বর ২০২৪

ভর্তি পরীক্ষা: ৩ জানুয়ারি ২০২৫ (আইবিএ ইউনিট), ৪ জানুয়ারি (চারুকলা ইউনিট), ২৫ জানুয়ারি (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট), ৮ ফেব্রুয়ারি (ব্যবসায় শিক্ষা ইউনিট), ১৫ ফেব্রুয়ারি (বিজ্ঞান ইউনিট)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন অনলাইন ভর্তি কমিটির আহবায়ক ড. মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, “আগামী মাসের শুরুতে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত হবে। এইচএসসি ফল প্রকাশের পরই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরে ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!