AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগস্টে ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তা !


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৫৯ পিএম, ২ মে, ২০২৫

আগস্টে ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তা !

আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। একই সফরে হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। তবে ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন আর টাইগারদের বিপক্ষে এই সফর নিয়ে আগ্রহী নয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ফলে সিরিজটি নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে,“সফরটি আন্তর্জাতিক ক্যালেন্ডারের অংশ হলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে সফরটি স্থগিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।”

তবে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এখনও সিরিজ স্থগিতের ঘোষণা দেয়নি, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই সফরটি হতে যাচ্ছিল বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ। গত ১৫ এপ্রিল বিসিবি সিরিজের সূচিও প্রকাশ করেছিল। সিরিজের জন্য প্রস্তুতিও শুরু হয়েছিল টাইগারদের শিবিরে।

ভারত-পাকিস্তান সীমান্তে কাশ্মীর ঘিরে চলমান সামরিক উত্তেজনা—বিশেষ করে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ এবং মাদরাসা বন্ধ ঘোষণার মধ্যে ভারতের উদ্বেগ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা ভারতের কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনে প্রতিক্রিয়া ফেলছে।

ক্রিকেট ক্যালেন্ডার অনুযায়ী সফরটি এখনও বহাল রয়েছে। তবে বিসিসিআই যদি আনুষ্ঠানিকভাবে সফর বাতিল বা স্থগিত করে, তাহলে তা ভবিষ্যতে ভারত-বাংলাদেশ ক্রীড়া সম্পর্কে নতুন উত্তাপ ছড়াতে পারে। একইসঙ্গে এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতিতেও এর প্রভাব পড়তে পারে।

 

একুশে সংবাদ//চ.ট/ এ.জে

Shwapno
Link copied!