দোহায় হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ অবস্থান নেয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন ট্রাম্প ও নেতানিয়াহু। সেসময় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। বন্দি বিনিময় আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করায় কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলেও স্বীকার করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দেন নেতানিয়াহু।
গত ৯ সেপ্টেম্বরের ওই হামলায় অন্তত পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। টার্গেট ছিলেন হামাসের শীর্ষ নেতারা, যারা তখন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তবে তারা অক্ষত থাকেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ ফোন কলের বিষয়টি নিশ্চিত করেছে।
একুশে সংবাদ/এ.জে