AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৩৫ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ-স্তরের সম্মেলন   আজ  (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্র ও সরকার প্রধানসহ অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা ইতোমধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে সম্মেলন শুরু হবে।

জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সংকটের ওপর আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, রাজনৈতিক সমর্থন জোগাড় করা, মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা এবং সংকটের মূল কারণগুলো সমাধানের উদ্যোগ নেওয়া।

সম্মেলনে স্থল পরিস্থিতি নিয়ে দৃষ্টিভঙ্গি বিনিময়, টেকসই সমাধানের জন্য উদ্ভাবনী, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা উপস্থাপন এবং বিশেষভাবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

উদ্বোধনী অধিবেশনে বক্তাদের মধ্যে থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া তুরস্ক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে এবং কুয়েত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পক্ষ থেকে সম্মেলনে প্রতিনিধিত্ব করবে।

সম্মেলনের আগে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। বৈঠকে তারা রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!