সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের মধ্যকার টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়মতো শুরু হয়নি।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও রাতভর বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় তা সম্ভব হয়নি। পরে খেলা শুরু হওয়ার নতুন সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা। তবে সকাল ১০টাতেও মাঠ প্রস্তুত না হওয়ায় খেলা শুরু করা যায়নি।
এর আগে তৃতীয় দিনেও খেলা বাধাগ্রস্ত হয় আলোক স্বল্পতায়। ফলে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দিনটি ১৯৪/৪ স্কোরে শেষ করে বাংলাদেশ। শান্ত ও জাকেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলটি ১১২ রানের লিড নেয়।
খেলাটি এখন আবহাওয়ার অনিশ্চয়তার মধ্যে থাকলেও, মাঠ প্রস্তুত হলে খুব শিগগিরই খেলা শুরু হবে বলে আশা করছে মাঠ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :