AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার মুশফিককে বিদায় সংবর্ধনা দেবে বিসিবি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:০৮ পিএম, ৮ মার্চ, ২০২৫

এবার মুশফিককে বিদায় সংবর্ধনা দেবে বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর দেশে ফিরে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন আরও আগে। অর্থাৎ এই ওয়ানডের অবসরে সাদা বলের ফরম্যাটে যাত্রা শেষ হয়েছে তার।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন মুশফিক। এই দুই ফরম্যাটে অসংখ্য ঐতিহাসিক জয়ের সঙ্গী তিনি। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকার সেই ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে তার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করবে বিসিবি। এই তথ্যটিও নিশ্চিত করেছেন বিসিবি প্রধান।

মুশফিককে সংবর্ধনা দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ মিরপুরে বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

তবে ঠিক কবে আয়োজিত হবে এই সংবর্ধনা, সে সম্পর্কে জানা যায়নি।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!