আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। তালিকার চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্যাট হাতে ১২৬ রান ও বোলিংয়ে ৭ উইকেট নেন ওমরজাই।
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বল হাতে ৫ উইকেট শিকারের সাথে ৪১ রানও করেন ওমরজাই। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
এমন পারফরমেন্সের সুবাদে দুই ধাপ এগিয়ে স্বদেশি মোহাম্মদ নবিকে সরিয়ে ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন ওমরজাইর।
এক ধাপ পিছিয়ে ২৯২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন নবি। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ২৪৮ রেটিং নিয়ে তালিকার চতুর্থস্থানে আছেন মিরাজ।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

