AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিপক্ষ শক্তিশালী ভারত হলেও জয় চায় শান্ত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:২১ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

প্রতিপক্ষ শক্তিশালী ভারত হলেও জয় চায় শান্ত

ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা নিয়ে দু’দেশের মানুষের উন্মাদনা নতুন নয়। মর্যাদার লড়াই হিসেবে দেখা হয় এই ম্যাচকে। পাক-ভারত উন্মাদনার স্বাদ এখন ভারত-বাংলাদেশ ম্যাচে খুঁজে পান ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন বাংলাদেশের। গত ওয়ানডে বিশ্বকাপের পর ১২টি ওয়ানডে খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে টাইগাররা। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে পাত্তাই পায়নি শান্ত বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশাবাদী নন রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সের মত কিংবদন্তীরা। তাদের মতে, বড় দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের নেই।  

প্রতিপক্ষ ভারত হলেও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন, যেকোনো দলকে হারাতে পারে বাংলাদেশ।এদিন টাইগার অধিনায়ক বলেন, ‘এই সংস্করণে যদি আমাদের দিকে তাকান তাহলে আমাদের দলটা ব্যালেন্সড। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যেকোন দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। কিন্তু আমি এমন একজন নই যে কিনা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা যেকোন দিন যেকোন দলকে হারাতে পারি।’

বাংলাদেশ ঘরের মাঠে এশিয়া কাপে ১৯৮৮ সালের অক্টোবরে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়েছিল। দু‍‍`টি এশিয়ান দেশ সেই সময় থেকে এই ফরম্যাটে ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৩২ বার জিতেছে আর ৮ বার জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।  

ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে মাত্র ৮ ম্যাচে জয় পেলেও, শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় তিনটি। শেষবার এই দুই দলের দেখা হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। যেখানে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে ভারত। তবে তার আগে এই দুই দলের দেখা হয় ২০২৩ সালের এশিয়া কাপে। যেখানে আবার জয় পায় বাংলাদেশ। এর আগে ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় ভারত।  

এদিকে  ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, প্রত্যেক ভেন্যুর আচরণ ভিন্ন হয়। দ্রুত উইকেট বুঝতে হয় আমাদের। আইসিসি ইভেন্টের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কিন্তু এসব ভেবে নিজেকে পাগল বানাতে চাই না।

ভারতীয় সমর্থকদের আধিক্যে দুবাই স্টেডিয়াম ছেয়ে যাবে নীল রঙে। প্রতিপক্ষের স্বপ্নকে বিষাদে রূপ দিতে শান্ত’র চাওয়া প্রবাসীদের সমর্থন।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!