ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার গাজীপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বাতাকান্দি বাজার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা (পশ্চিম) শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তিনি বলেন, “বর্তমানে দেশে দুর্নীতিবাজ, লুটেরা ও দালালদের দাপট চরমে। ভোটাধিকার হরণ, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার চলছে গায়ের জোরে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া এ দেশের মুক্তি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে ইনসাফ, ন্যায় ও উন্নয়নের রাজনীতি গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “‘জুলাই অভ্যুত্থান’ কোনো সাধারণ ঘটনা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ—যা সাহস, ত্যাগ ও ইসলামী আদর্শের প্রতীক। নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে।”
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান সরকার, কড়িকান্দি ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম মেম্বার, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহা. জামিল আশরাফ আল-মাহমুদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ (তিতাস উপজেলা শাখা) এর অর্থ ও কল্যাণ সম্পাদক মো. শামিম আহম্মেদ, আলিয়া মাদ্রাসার সম্পাদক মো. আবু ইউসুফ সরকারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে