দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ত সূচি শেষে স্বল্প বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সেপ্টেম্বরের এশিয়া কাপ সামনে রেখে আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। সেই লক্ষ্যে আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ফিটনেস ও স্কিল ক্যাম্প।
প্রথমে ধারণা ছিল, আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু সেটি এক বছর পিছিয়ে যাওয়ায় নির্ধারিত কোনো আন্তর্জাতিক সূচি ছিল না এই সময়ে। এ সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ।
রোববার (৩ আগস্ট) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানান, "৬ আগস্ট ঢাকায় ফিটনেস ক্যাম্প শুরু হবে। এরপর ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচরা দেশে এসে যোগ দেবেন। তাদের আগমনের পর স্কিল ট্রেনিং শুরু হবে।"
তিনি আরও বলেন, "ক্যাম্প ঢাকায় শুরু হলেও এরপর সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানে অনুশীলনের পাশাপাশি আমরা নেদারল্যান্ডস সিরিজ আয়োজনের পরিকল্পনা করছি।"
জানা গেছে, এই সিরিজে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন তাসকিন আহমেদ ও লিটন দাস। বিসিবি তাদের সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগস্টের তৃতীয় সপ্তাহেই নেদারল্যান্ডস সিরিজ মাঠে গড়াতে পারে। এই সিরিজকে ঘিরেই চলবে জাতীয় দলের প্রস্তুতি ও সমন্বয় পর্ব।
একুশে সংবাদ/এ.জে