AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হৃদযন্ত্রের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫২ পিএম, ৫ আগস্ট, ২০২৫

হৃদযন্ত্রের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা রিংয়ের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন মূল্যহার অনুযায়ী, একটি রিংয়ের দাম আগের চেয়ে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৮৮ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার (৪ আগস্ট) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়। সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এ আদেশে তিনটি কোম্পানির ১১ ধরনের স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, আমদানিকারক প্রতিষ্ঠানের ভিত্তিতে রিংয়ের খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে।

আদেশে জানানো হয়, Abbott, Boston Scientific ও Medtronic কোম্পানির আমদানিকৃত করোনারি স্টেন্টের সর্বোচ্চ মূল্য নির্ধারণের ক্ষেত্রে ট্যাক্স, ভ্যাট, সার্ভিস চার্জ ও যৌক্তিক মুনাফা বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালগুলোতে যেন স্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে ৫ শতাংশের বেশি সার্ভিস চার্জ না নেওয়া হয় এবং অনুমোদিত দামের বাইরে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস বিক্রি না হয়— তা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ ছাড়া নতুন দামের তালিকা সর্বসাধারণের জানার সুবিধার্থে প্রচারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!