AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার চমক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৪ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫
এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার চমক

ফুটবলের পর নাইজেরিয়া এবার ক্রিকেটেও আধিপত্য শুরু করেছে। মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল নাইজেরিয়া। সুপার সিক্সে এসে এবার আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার দেশটি।

বুধবার মালয়েশিয়ার বাঙ্গিতে আয়ারল্যান্ডের নারী দলকে ৬ রানে হারিয়েছে নাইজেরিয়া। এতে সেমিফাইনালে যেতে না পারলেও ইংল্যান্ডের পরের স্থানে থেকে সুপার সিক্সের খেলা শেষ করেছে দলটি। 

এদিন ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রান করে নাইজেরিয়া। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ইনিংসের ৮ বল বাকি থাকতে ৮৮ রানে।

নাইজেরিয়ার অবিশ্বাস্য জয়ে বড় ভূমিকা রাখেন লিলিয়ান উদেহ। ১১ রানে ৩ উইকেট শিকার করেন ১৮ বছর বয়সী পেসার।এক পর্যায়ে মনে হয়েছিল নাইজেরিয়ানদের সহজেই হারিয়ে দেবে আইরিশরা। কেননা লক্ষ্য তাড়ায় মাত্র ৮ ওভারে ২ উইকেটে ৪০ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড।

এরপর উদেহ ব্যাকথ্রু এনে দিলে পরবর্তী ১৪ রান তুলতেই আরও ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত রেবেকা লোউ ৩২ বলে ২১ এবং প্রেয়া সার্জেন্ট ও মিলি স্পেন্সের ১৪ রান করে নিলেও তা আয়ারল্যান্ডের জয়ের জন্য যথেষ্ঠ হয়নি। এর আগে নাইজেরিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ বলে ২৫ রান করেন ক্রিস্টাবেল চুকউওনি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!