চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবিদুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা শাখা।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় দোহাজারী পৌর সদরের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে এক মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদের পক্ষে সংবাদ প্রচার ও সহযোগিতা কামনা করেন।
এ সময় চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন বাবলু, আজগর আলী ও সেলিম উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম পূর্ব জেলার সহ-সভাপতি মাওলানা মো. ইউনুছ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জোনাইদ বিন হামিদ, জেলা যুগ্ম সম্পাদক কাজী আবরার মারুফ, যুগ্ম সম্পাদক আবছার, সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার কলিমুল্লাহ, জেলা সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক রহমানী, পটিয়া থানার সাংগঠনিক সম্পাদক আইমন, ছাত্র আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে