AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে: মাহফুজ আলম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২২ এএম, ২ আগস্ট, ২০২৫

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে: মাহফুজ আলম

জুলাই ঘোষণাপত্র এখন আর কেবল ধারণা নয়, এটি বাস্তবায়নের পথে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এই ঘোষণাপত্র।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ লিখেছেন, "জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। এটি গণআকাঙ্ক্ষা হিসেবে টিকে আছে, এবং বাস্তবায়নের পথ সুগম করতে যারা সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।"

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোয় কাঙ্ক্ষিত সংস্কার ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ। এই প্রেক্ষাপটে ‍‍`জুলাই ঘোষণাপত্র‍‍`কে ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সরকারি সূত্র জানায়, ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং এটি পর্যালোচনার জন্য প্রধান তিনটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, ৫ আগস্টের মধ্যে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই দলিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

খসড়া প্রণয়নকাজ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যাতে বিতর্ক এড়ানো যায়। ২৬ দফার খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়। আগের খসড়ায় ‘নেতৃত্বে’ শব্দটি ব্যবহার করা হলেও চূড়ান্ত খসড়ায় তা পরিবর্তন করা হয়েছে।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর টানা ১৫ বছরের শাসনামলে বিরোধী দলগুলো—বিশেষত বিএনপি ও জামায়াতের আন্দোলন ও ভূমিকা—ঘোষণাপত্রে স্বীকৃতি পেয়েছে।

বিএনপির মতামতের ভিত্তিতে এতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতা বিপ্লব এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের অধীনে সংবিধানে পঞ্চম সংশোধনীর অন্তর্ভুক্তির বিষয়েও স্বীকৃতি যুক্ত করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!