AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না জ্যোতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩০ পিএম, ২৬ নভেম্বর, ২০২৪
বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না জ্যোতি

‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিৎ। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগেরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানিয়েছেন আপাতত আইরিশদের বিপক্ষে দলের পারফরম্যান্সের দিকেই তাদের নজর বলে জানালেন।

সামনেই নারী বিশ্বকাপ রয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও রয়েছে বাংলাদেশের মেয়েদের সামনে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে জ্যোতির দল।

এই ছয় ম্যাচ জিতলেই কেবল ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। অবশ্য আয়ারল্যান্ড সিরিজের আগে এসব নিয়ে ভাবছেন না জ্যোতি।জ্যোতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজকেও গুরুত্বের সঙ্গেই দেখছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে ক্যারিবীয়দের বিপক্ষে মানসিকভাবে এগিয়ে থেকে বাংলাদেশ মাঠে নামবে বলে বিশ্বাস বাংলাদেশ নারী দলের অধিনায়কের।

‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।’

উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম ১২ ম্যাচের কোনোটিতেই জেতেনি আয়ারল্যান্ডের মেয়েরা। শেষ ছয় ম্যাচে তারা জিতেছে কেবল তিনটিতে। এ ছাড়া বাংলাদেশ এবার খেলছে নিজেদের কন্ডিশনে। তাই নিজেদেরকেই এগিয়ে রাখছেন জ্যোতি। 

‘আয়ারল্যান্ড যেসব ম্যাচ জিতেছে, সবগুলো ঘরের মাঠের কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে ওদের তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। জেতার হার অনেক বেশি কম। ওদের সঙ্গে যতবার খেলেছি, আমাদের জয়ের হার অনেক বেশি। যেহেতু ঘরের মাঠে খেলা, যে কেউ নিজের ঘরের মাঠের কন্ডিশনে বেশিই শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ের সিরিজগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া ছাড়া আমরা ভালোই খেলেছি। তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!