ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত সোহেল রোজারিও (৩৭)–কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ অক্টোবর) রাত ২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সন্তোষ রোজারিওর ছেলে।
এর আগে গত রোববার ভোরে একই মামলার আরেক আসামি মিঠু বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। মামলার অপর আসামি হলেন সাভারের একই এলাকার বিপ্লব রোজারিও (৪০)। মামলায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি এলাকায় বসবাস করেন।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “সোমবার রাত ২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।”
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। গিয়ে দেখেন, বাসায় তালা দেওয়া। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর মা পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। দোকান থেকে চাবি নিয়ে তিনি হেঁটে বাসার পথে রওনা দেন।
ফেরার পথে সোহেল রোজারিও তাঁর সঙ্গে কথা বলেন এবং কিছুদূর যাওয়ার পর বিপ্লব ও মিঠু তাদের সঙ্গে যোগ দেন। এরপর তাঁরা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল তাঁকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল কাউকে বিষয়টি জানালে হত্যার হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে